ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় অভিযানে জাল-পোনা উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, মে ১৫, ২০২২
হালদায় অভিযানে জাল-পোনা উদ্ধার  ...

চট্টগ্রাম: কালুরঘাট সেতু এলাকা, কর্ণফুলী-হালদা নদীর মোহনার বোয়ালখালী উপজেলা তীরবর্তী এলাকা থেকে ৬ হাজার মিটার ভাসান জাল জব্দ করা হয়েছে।  

রোববার (১৫ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, কালুরঘাট সেতু এলাকা, কর্ণফুলী হালদা নদীর মোহনার বোয়ালখালী উপজেলা তীরবর্তী এলাকা থেকে ৬ হাজার মিটার সুতার ভাসান জাল, ৩০টি চিংড়ি পোনা ধরার ঠেলা জাল, ১০ হাজার চিংড়ি মাছের পোনা উদ্ধার করা হয়। পরে তা তাৎক্ষণিকভাবে নদীতে অবমুক্ত করা হয়।

আটক ‌ভাসান জাল, ঠেলা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।  

এ সময় সদরঘাট নৌ থানার এসআই মাহবুব আলম ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মে ১৫, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।