ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তিন কৃষি শ্রমিককে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, মে ১৫, ২০২২
তিন কৃষি শ্রমিককে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি প্রতীকী ছবি

চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে কৃষিজমিতে কাজ করার সময় ৩ কৃষি শ্রমিককে অপহরণের খবর পাওয়া গেছে।  

রোববার (১৫ মে) সকাল ৮টার দিকে ইউনিয়নের বড়খোলা পাড়া এলাকায় জমিতে ধান কাটার সময় তারা অপহরণের শিকার হন।

অপহৃতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের হাজির খিল মাওলানা গ্রামের মৃত সামছুল আলমের ছেলে এজলাস মিয়া (৬০), একই ইউনিয়নের হায়দুরকুল গ্রামের মৃত মো. সোবাহানের ছেলে মো. বাচা (৪৫) ও  কক্সবাজার জেলার কৃষি শ্রমিক মো. জাফর (২২)।

তিন কৃষি শ্রমিককে অপহরণের বিষয়ে জমির মালিক আকতার হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা মোবাইলে কল দিয়ে আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে।

চাঁদা আদায়ের উদ্দেশ্য কৃষিজমিতে কাজ করার সময় তিন শ্রমিককে অপহরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি।  

রাঙ্গুনিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বাংলানিউজকে বলেন, তিন কৃষি শ্রমিক অপহরণ করে মুক্তিপণ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। অপহৃতদের উদ্ধারে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, মে ১৫, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।