ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘ল’ মুট কোর্ট প্রতিযোগিতায় সেরা সিআইইউ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মে ১৭, ২০২২
‘ল’ মুট কোর্ট প্রতিযোগিতায় সেরা সিআইইউ 

চট্টগ্রাম: ফিলিপ সি জেসাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট প্রতিযোগিতায় সেরা দলের পুরস্কার পেয়েছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) আইন বিভাগের শিক্ষার্থীদের একটি দল।  

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এর অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা আয়োজন করা।

 

এতে সিআইইউ ছাড়াও সরকারি-বেসরকারি মোট ২৪টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। সিআইইউর স্কুল অব ল টিমের ৩ সদস্যের অংশগ্রহণকারী দলের হাতে পুরস্কার তুলে দেন আইইউবি’র আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান।

এই দলের সদস্যরা হলেন: মো. ইরফানুল ইসলাম, তাসফিয়া রহমান রিফা এবং চৌধুরী নুজহাত সামান্তা।  

পুরো দলের সমন্বয়ের দায়িত্বে ছিলেন প্রভাষক সানজানা হক। প্রথমবারের মতো অংশ নিয়ে সেরা নতুন দলের এই পুরস্কার অর্জন করেন তারা।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান ও  সভাপতিত্ব করেন আইইউবির উপাচার্য তানভীর হাসান।  

এদিকে সিআইইউর স্কুল অব ল’র শিক্ষার্থীদের এমন সাফল্যে গর্বিত সহকারি ডিন মোহাম্মদ বেলায়েত হোসেন।  

প্রসঙ্গত, বিশ্বের সমসাময়িক আইনী বিষয়ের নানান ইস্যু নিয়ে ১৯৬০ সাল থেকে আন্তর্জাতিক বিচার আদালতের আদলে এই মুট কোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মে ১৭, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।