ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অস্ত্র মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মে ১৮, ২০২২
অস্ত্র মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড প্রতীকী ছবি

চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলায় অস্ত্র মামলায় একজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৮ মে) দুুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদের আদালত এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। কারাদণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম তালুকদার, একই উপজেলার উত্তরখীল গ্রামের বাসিন্দা।
সেখানে মোগলের হাটে তার একটি মুদি দোকান ছিল।

মামলার নথি ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২ জুলাই মোগলের হাট-বাজারে জাহাঙ্গীরের দোকানে অভিযান চালিয়ে একটি বন্দুক ও একটি এলজিসহ দোকান মালিক জাহাঙ্গীরকে গ্রেফতার করে পুলিশ। পরে রাঙ্গুনিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০০৩ সালের ১৮ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০০৪ সালের ২৮ জুলাই আসামি জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচারকালে রাষ্ট্রপক্ষে ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর লোকমান হোসেন চৌধুরী বাংলানিউজকে বলেন, রাঙ্গুনিয়া থানার অস্ত্র মামলায় জাহাঙ্গীরকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। কারাদণ্ড পরোয়ানায় মূলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ১৮ মে, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।