ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাদক মামলায় ৫ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মে ১৯, ২০২২
মাদক মামলায় ৫ বছরের কারাদণ্ড প্রতীকী ছবি

চট্টগ্রাম: বাকলিয়া থানার মাদক মামলায় মো. হারুন বাদশা নামে একজনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি মো.হারুন বাদশা ফটিকছড়ির মৃত আবুল হাশেমের ছেলে।  

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৩ জুলাই বাকলিয়া থানার আব্দুল্লাহ আল নোমান কলেজের পাশে ঈসমাইল সওদাগরের কলোনি থেকে মো. হারুন বাদশাকে আটক করা হয়।

পরে তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। মামলার তদন্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবুল কাশেম আদালতে অভিযোগপত্র দেন।   

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বাংলানিউজকে বলেন, মাদকের মামলায় মো. হারুন বাদশা নামের এক আসামিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মে ১৯, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।