ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় অভিযানে লাখ টাকার জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মে ২২, ২০২২
হালদায় অভিযানে লাখ টাকার জাল জব্দ ...

চট্টগ্রাম: হালদা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের সুতার জাল জব্দ করেছে নৌ-পুলিশ।

রোববার (২২ মে) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত হালদা নদীর মোহনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনূন ইসলাম ভূইয়া এবং সদরঘাট নৌ-থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান নিদের্শনায় হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হকের নেতৃত্বে অভিযানে জব্দকৃত জাল পরে পুড়িয়ে দেওয়া হয়।  

হালদা নদীর অস্থায়ী নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হক বাংলানিউজকে বলেন, নদীর মোহনা এলাকায় অভিযান পরিচালনা করে পাতানো অবস্থায় দাবিদারহীন প্রতিটি ১ হাজার মিটার করে মোট ৩ হাজার মিটার অবৈধ ৩টি সুতার জাল জব্দ করা হয়।

যার আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা। হালদা নদীতে আমাদের অভিযান ও টহল অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মে ২২, ২০২২
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।