ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ক্রিয়েটিভ প্রজেক্ট প্রদর্শনী 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুন ১, ২০২২
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ক্রিয়েটিভ প্রজেক্ট প্রদর্শনী 

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের উদ্যোগে ক্রিয়েটিভ প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (১ জুন) বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরীর সভাপতিত্বে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব।  

প্রধান অতিথি বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব বলেন, লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মননশীল হতে হবে।

পরিবেশ-সমাজ এবং দেশের প্রয়োজনে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে নতুন নতুন আইডিয়া সৃষ্টি করতে হবে। আজকের এই ক্রিয়েটিভ প্রজেক্ট প্রদর্শনী আপনাদের রুচিশীল মননশীলতার পরিচয় বহন করে।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আ ন ম ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. নারায়ন বৈদ্য, ইংরেজি বিভাগের অধ্যাপক অধ্যাপক শাশ্বতী দাশ, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার।  

ইংরেজি বিভাগের ১ম সেমিষ্টারের ছাত্রী ঐন্দ্রিলা বড়ুয়ার সঞ্চালনায় সার্বিক তত্বাবধান করেন ইংরেজি বিভাগের প্রভাষক তানজিন সুলতানা ও রিনি দত্তের। প্রদর্শনীতে ইংরেজি বিভাগের ১ম সেমিস্টারের ছাত্র-ছাত্রীরা ১২টি প্রজেক্ট উপস্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ০১, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।