ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইতালি-আর্জেন্টিনা নিয়ে ঝগড়া থামাতে গিয়ে হাসপাতালে যুবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুন ২, ২০২২
ইতালি-আর্জেন্টিনা নিয়ে ঝগড়া থামাতে গিয়ে হাসপাতালে যুবক প্রতীকী ছবি

চট্টগ্রাম: ইতালি-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে খেলা নিয়ে কথা কাটাকাটি, ঝগড়া থামাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন মো. শাহেদ (৩৩) নামে এক যুবক।

বুধবার (১ জুন) দিবাগত রাত ১টার দিকে নগরে খুলশী থানাধীন লালখান বাজার হাইলেবেল রোডের যুব সংঘ ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শাহেদ লালখান বাজার তুলা পুকুর পাড় এলাকায় ভাড়া থাকেন।

তার বাবা কাজী গোলাম সরোয়ার।

আহত শাহেদের স্ত্রী সোমা বাংলানিউজকে বলেন, দুই পক্ষ খেলা নিয়ে ঝগড়া করছিল। এ সময় আমার স্বামী বাধা দিতে গেলে এক পক্ষ আমার স্বামীর ওপর হামলা চালায়। এতে মাথা ও হাতে বেশ আঘাত পায়। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শাহেদ কোনো পক্ষের সমর্থন করতেন কি-না জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, আর্জেন্টিনা বনাম ইতালির ফুটবল খেলা নিয়ে কাটাকাটি হয়। একপর্যায়ে শাহেদ নামে একজনকে মারধর করে প্রতিপক্ষের দুই সমর্থক। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমান তিনি ২৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা,  জুন ০২, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।