ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাস দুর্ঘটনায় চবির অন্তত ১০ শিক্ষার্থী আহত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জুন ২, ২০২২
বাস দুর্ঘটনায় চবির অন্তত ১০ শিক্ষার্থী আহত প্রতীকী ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: নগরের ৩ নম্বর রুটের একটি ‘তরী’ বাস উল্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বালুছড়া ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান প্রত্যক্ষদর্শীরা।

বৃহস্পতিবার (২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে হাটহাজারী উপজেলার বড়দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

চবির রসায়ন বিভাগের শিক্ষার্থী আরিফ হোসেন ফয়সাল বাংলানিউজকে বলেন, বাসে অধিকাংশ যাত্রী ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বাসের গতি বেশি থাকায় বড়দীঘির পাড় এলাকায় রাস্তার মাঝে থাকা একটি ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় আমাদের অনেকেই আহত হন। আহতদের পাশের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বাংলানিউজকে বলেন, আমরা বিষয়টি শুনেছি। গাড়ির গতি বেশি থাকার কারণে দুর্ঘটনা ঘটেছে। একজন গুরুতর আহত হয়েছে। বাকিদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। তবে আহতদের সবার নাম-পরিচয় এখনো পাইনি আমরা।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ০২, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।