ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বসতঘরে আগুন, বের হতে না পেরে রোগীর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জুন ৪, ২০২২
বসতঘরে আগুন, বের হতে না পেরে রোগীর মৃত্যু  ...

চট্টগ্রাম: হাটহাজারীতে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে দগ্ধ হয়ে ফোরকান (৪৬) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

তিনি নাঙ্গলমোড়া ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে এবং পক্ষাঘাতগ্রস্ত ছিলেন।  

শনিবার (৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান বাংলানিউজকে বলেন, ভোরে আগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পুড়ে ফোরকান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

তিনি আরও বলেন, আগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লাখ টাকা। বৈদ্যুতিক খুঁটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ৩ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুন ৪, ২০২২
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।