ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে ডিপোতে অগ্নিকাণ্ড

দগ্ধদের চিকিৎসায় সব চিকিৎসককে যোগ দেওয়ার আহ্বান সিভিল সার্জনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, জুন ৫, ২০২২
দগ্ধদের চিকিৎসায় সব চিকিৎসককে যোগ দেওয়ার আহ্বান সিভিল সার্জনের চমেকে আনা হচ্ছে দগ্ধদের

চট্টগ্রাম: সীতাকুণ্ডে ডিপোতে অগ্নিকাণ্ডে দগ্ধদের চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরের সব প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এসে চিকিৎসা সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।

শনিবার (৪ জুন)  দিবাগত রাত সাড়ে বারোটায় সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে দগ্ধদের দেখতে এসে সিভিল সার্জন এ আহ্বান জানান।

এসময় তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, নগরের সব প্রাইভেট হাসপাতালের ডাক্তারদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে আসার আহ্বান জানাচ্ছি। যে যার সাধ্যমত আহতদের চিকিৎসা সেবা দেওয়ার আহ্বান জানাচ্ছি।

আপনারা যে যেভাবে পারেন দ্রুত সময়ের মধ্যে চমেক হাসপাতালে জরুরি বিভাগে চলে আসুন। আপনার সহযোগিতা পারে একটি প্রাণ বাঁচাতে।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা,  জুন ০৪, ২০২২
এমআই/টিসি/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।