ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডিপোতে মিললো আরও রাসায়নিক, সরিয়ে দেওয়া হলো সাংবাদিকদের 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুন ৬, ২০২২
ডিপোতে মিললো আরও রাসায়নিক, সরিয়ে দেওয়া হলো সাংবাদিকদের 

চট্টগ্রাম: সীতাকুণ্ডের বিএম ডিপোতে আরও কেমিক্যাল কনটেইনারের সন্ধান মিলেছে জানিয়ে গণমাধ্যমকর্মীদের ডিপো থেকে বের করে দিয়েছে কর্তৃপক্ষ।  

সোমবার (৬ জুন) সকালে সংবাদ সংগ্রহ করতে করতে গেলে বেলা সাড়ে ১০টার দিকে গণমাধ্যমকর্মীদের বের করে দেয়।

এসময় তারা আরও অনেক কেমিক্যালের কনটেইনার পাওয়া গেছে জানায় তারা।  

এদিকে, এখনো বিএম কনটেইনার ডিপোর সামনে হাজারো উৎসুক জনতা ভীড়।

অনেকে খোঁজ করছেন তার নিখোঁজ স্বজনদের। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে বাসাত।

গত শনিবার রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে কদমরসুল এলাকায় বিএম ডিপোতে আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৪৫ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মরদেহের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে কাজ শুরু করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (৬ জুন) সকাল ৮টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের সামনে নমুনা সংগ্রহ করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুন ০৬, ২০২২
এআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।