ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিএম ডিপোতে বিস্ফোরণে নিহত ৪১, বলছে প্রশাসন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জুন ৬, ২০২২
বিএম ডিপোতে বিস্ফোরণে নিহত ৪১, বলছে প্রশাসন  বিএম ডিপোর সোমবারের ছবি।

চট্টগ্রাম: সীতাকুণ্ডের বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা ৪১ বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।  

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বাংলানিউজকে বলেন, গতকাল গণনায় ভুল ছিল।

পুলিশসহ বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে নিহত মানুষের সংখ্যা ৪১ নির্ধারণ হয়েছে।

এর আগে সোমবার (৬ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বি. জেনারেল শামীম আহসান এক ব্রিফিংয়ে বলেন, এখন পর্যন্ত মরদেহ পাওয়া গেছে ৪১ জনের।

তাই নিহতের সংখ্যা ৪১। ’

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন হাসপাতালে গণমাধ্যমকে বলেন, নিহত মানুষের সংখ্যা ৪১।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ৬, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।