ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দগ্ধদের দেখতে হাসপাতালে চবি উপাচার্য

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জুন ৬, ২০২২
দগ্ধদের দেখতে হাসপাতালে চবি উপাচার্য ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের দেখতে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

সোমবার (৬ জুন) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে যান।

 

এ সময় চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ও সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহানা আখতার ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, কনটেইনার বিস্ফোরণে হতাহতের খবর শুনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহতদের রক্ত দিতে ছুটে আসে।

তারা হাসপাতালে পৌঁছানোর জন্য আমরা বাস দিয়েছিলাম। এছাড়া দুর্ঘটনার পরদিন আহতদের মাঝে খাবার সরবরাহ করেন চবির ছাত্রীরা।  

এ সময় চবি উপাচার্য আহতদের পরিবার ও চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ০৬, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।