চট্টগ্রাম: বৈরী আবহাওয়ার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে জেদ্দা ও লন্ডনের দুইটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে। ফেরত এসেছে চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি অভ্যন্তরীণ ফ্লাইটও।
বৃহস্পতিবার (৯ জুন) এসব ফ্লাইট অবতরণের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।
তিনি জানান, লন্ডন সিলেট ঢাকা রুটের বিমানের একটি ফ্লাইট এবং জেদ্দা ঢাকা রুটের সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে।
ঢাকার আবহাওয়া অনুকূলে আসার পর বেলা ১টার দিকে এসব ফ্লাইট পুনরায় উড়ে যায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম আসা বিমানের দুইটি ফ্লাইট বেলা ১টা ও সোয়া ১টায় পুনরায় উড়ে গেছে। চট্টগ্রাম-ঢাকা রুটের অভ্যন্তরীণ ফ্লাইটে ট্রানজিটসহ ৭৫ জন যাত্রী রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ০৯, ২০২২
এআর/এসি/টিসি