ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বাজেট: আ জ ম নাছির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, জুন ৯, ২০২২
মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বাজেট: আ জ ম নাছির আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনা পরবর্তী অর্থনীতি সচল রাখার পরিকল্পনা নিয়েই এ বাজেট প্রণীত হয়েছে। যেটা মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

দারিদ্র্য বিমোচনে বাজেট খুবই কার্যকর এবং সময়োপযোগী পদক্ষেপ।  

বৃহস্পতিবার (৯ জুন) অর্থমন্ত্রীর ঘোষিত বাজেট প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ২০৩০ সালের যে প্রত্যয় দারিদ্র্যমুক্ত একটা বাংলাদেশ, এই বাজেট দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে, এই বাজেট একটা কল্যাণধর্মী বাজেট। এই বাজেটেই মহামারি ও যুদ্ধের কারণে মূল্যস্ফীতি হ্রাস, বিনিয়োগ বাড়ানো, প্রধানমন্ত্রীর ঘোষিত কোভিড-১৯ প্যাকেজের বাস্তবায়ন, উৎপাদন বাড়াতে সেচ ও বীজে প্রণোদনা, কৃষি পুনর্বাসন ও ব্যাপক কর্মসৃজন, শিক্ষা-দক্ষতা, মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বলয় ও সম্প্রসারণ এবং নিম্নআয়ের বিনা বা স্বল্পমূল্যে খাদ্য বিতরণসহ মানব কল্যাণমুখী খাতগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই বাজেট আমাদের প্রতিকূল অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর বাস্তবমুখী বাজেট।  

বাংলাদেশ সময়: ২১৫৬ঘণ্টা, জুন ০৯, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।