ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেমিট্যান্স বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জুন ১০, ২০২২
রেমিট্যান্স বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করতে হবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ।

চট্টগ্রাম: জনতা ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ বলেছেন, অতীতের সব সংকট অতিক্রম করে জনতা ব্যাংকের সব সূচকে এখন ঊর্ধ্বগতি বিরাজ করছে। ২০২১ সালে ৩০০ কোটি টাকার বেশি নিট মুনাফা অর্জন করেছে জনতা ব্যাংক।

যা গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।  

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা আমার প্রতি আস্থা রেখেছেন।

সেই বিশ্বাস নিয়ে চ্যালেঞ্জিং সময় পার করেছি। স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করেছি। বৈরী পরিস্থিতিতেও প্রতিটি সূচকে উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছি। এই কৃতিত্বের অংশীদার আমাদের প্রতিটি কর্মী।  

শুক্রবার (১০ জুন) সকালে জনতা ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মেজবান হলে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি শেখ মো. জামিনুর রহমান, মো. কামরুল আহছান, মো. নুরুল আলম এবং জিএম মো. মফিজুল ইসলাম। সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সব শাখা ব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক।  

সম্মেলনে শাখা ব্যবস্থাপকদের উদ্দেশে মো. আব্দুছ ছালাম আজাদ বলেন, নতুন-নতুন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ, স্বল্প সুদের আমানত বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণ হ্রাস, অবলোপনকৃত ঋণ আদায়সহ ফরেন রেমিট্যান্স বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।  

তিনি বলেন, বঙ্গবন্ধুকে ঘিরেই আমাদের সবকিছু আবর্তিত। এ মহানায়কের জন্ম না হলে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না। বঙ্গবন্ধুর অসীম সাহসী নেতৃত্ব আমাকে কিশোর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে চুম্বকের মতো আকর্ষণ করেছিল। তাঁর স্বাধীনতার ডাকে মুক্তিযুদ্ধে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম। তাঁরই দূরদর্শী নেতৃত্বে আমরা বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছি। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে তাঁর লালিত সোনার বাংলার স্বপ্ন আজ বাস্তবে পরিণত হচ্ছে।

সভাপতির বক্তব্যে জেনারেল ম্যানেজার মো. আশরাফুল আলম বলেন, বৈশ্বিক মহামারি পরিস্থিতিতেও জনতা ব্যাংক চট্টগ্রাম বিভাগ বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্য অর্জন করেছে। এই ধারাবাহিকতায় চলতি বছরও সব লক্ষ্যমাত্রা অর্জনে সচেষ্ট জনতা ব্যাংকের প্রত্যেক কর্মী।      

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুন ১০, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।