ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আষাঢ়ের বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জুন ১৬, ২০২২
আষাঢ়ের বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: ছুটির দিনে জানালায় হাত বাড়িয়ে বৃষ্টি ধরার মিষ্টি অনুভূতি হয়তো অনেকেরই হয়েছে। কিন্তু এই বৃষ্টিই যখন কর্মদিবসে অফিস যাওয়া মাঝপথে আসে তখন শুধু তিক্ততাই বাড়ায়।

আষাঢ়ের বৃষ্টিতে এমনই দুর্ভোগে নগরবাসী।  

বৃহস্পতিবার (১৬ জুন) বৃষ্টি মাথায় নিয়ে বের হওয়া সাধারণ মানুষের বিড়ম্বনার শেষ নেই।

এছাড়া সড়কে যানবাহনের অপ্রতুলতায় পড়তে হয়েছে বিপাকে। আষাঢ়ের বৃষ্টি নিয়ে কোনো সুখবর দিচ্ছে না আবহাওয়া অফিসও।

চট্টগ্রাম আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস কর্মকর্তা শেখ হারুনুর রশিদ বাংলানিউজকে বলেন, যেহেতু বর্ষাকাল চলছে, তাই থেমে থেমেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বর্ষার স্বাভাবিক বৃষ্টি হলেও কোনো সতর্ক সংকেত নেই। গত ২৪ ঘণ্টায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, বৃষ্টিতে জলাবদ্ধতা নগরবাসীর দুর্ভোগের আরেক নাম। বৃষ্টির পানিতে চলাচল করা গেলেও জলাবদ্ধতায় ভুগতে হয় সকলকেই। এই দুর্ভোগ থেকে মুক্তি চান নগরবাসী।

অফিসগামী মোহাম্মদ নুরুল হক বাংলানিউজকে বলেন, স্বাভাবিক বৃষ্টি হলে কোনো সমস্যা নেই। কিন্তু শহরের যে অবস্থা, একটু ভারি বর্ষণ হলেই জলাবদ্ধতা তৈরি হয়। সেবা সংস্থাগুলোর উচিত বিষয়টিতে আরও নজর দেওয়া।  

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।