ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানো দাবিতে সমাবেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুন ১৮, ২০২২
বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানো দাবিতে সমাবেশ

চট্টগ্রাম: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা দাবিতে সমাবেশ করেছে চট্টগ্রামের সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা।

শনিবার (১৮ জুন) বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সংস্কৃতি খাতে বরাদ্দ কমপক্ষে ১ শতাংশ করার দাবি জানান শিল্পীরা।  

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম বলেন, সংস্কৃতি হচ্ছে একটি জাতির প্রাণশক্তি।

এ খাতে বিনিয়োগ ভবিষ্যত অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমানের বিনিয়োগ। হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প যেমন প্রয়োজন তেমনি আধুনিক উন্নত দেশ গঠন করতে হলে আগে প্রয়োজন সাংস্কৃতিক বিনির্মাণ। আর এজন্য সরকারি পৃষ্ঠপোষকতা খুব জরুরি। বাজেটে সংস্কৃতি খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা দেশের জনসংখ্যা বিবেচনায় অত্যন্ত অপ্রতুল। সাংস্কৃতিক ভিত্তি রচিত না হলে ভবিষ্যত প্রজন্ম সঠিকভাবে দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা হৃদয়ে ধারণ করতে পারবে না। তাই সংস্কৃতি খাতে বরাদ্দ অবশ্যই বাড়াতে হবে।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবৃত্তি শিল্পী রাশেদ হাসান বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাংস্কৃতিক মিলনায়তন অবশ্যই গড়ে তুলতে হবে। এজন্য প্রয়োজন যথাযথ বরাদ্দ। অস্বচ্ছল শিল্পীদের মাসিক যে ভাতা দেওয়া হয় তা আজকের বাজার মূল্যের বিবেচনায় অত্যন্ত অপ্রতুল। এতে একজন শিল্পীর ওষুধ খরচও চলে না। এই ভাতা কমপক্ষে ১০ হাজার টাকা করা প্রয়োজন। পাশাপাশি আমলাতন্ত্রের কর্তৃত্বমুক্ত সংস্কৃতি চর্চার পরিবেশ নিশ্চিত করতে হবে। নানা বাধায় পড়ে চট্টগ্রামের সংস্কৃতি চর্চার প্রধান দুটি উন্মুক্ত কেন্দ্র ডিসি হিল ও সিআরবিতে দীর্ঘদিন ধরে কোনো সাংস্কৃতিক আয়োজন করা যাচ্ছে না। এভাবে বিধি নিষেধ দিয়ে সংস্কৃতি চর্চা হয় না। অবিলম্বে অবশ্যই এই কেন্দ্রগুলো উন্মুক্ত করতে হবে।  

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবৃত্তি শিল্পী রাশেদ হাসানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন  বিশিষ্ট সঙ্গীত শিল্পী কল্পনা লালা, সঙ্গীত শিল্পী শ্রেয়সী রায়, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি হাসান জাহাঙ্গীর, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রুদ্র, খেলাঘর সংগঠক মোরশেদুল আলম, জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সদস্য নাট্য ও আবৃত্তি শিল্পী কংকন দাশ, সংগঠক মো. সাজ্জাত হোসেন, শব্দ নোঙর আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক দিলরুবা খানম, কণ্ঠনীড় আবৃত্তি সংগঠনের সভাপতি সেলিম রেজা সাগর, বোধন আবৃত্তি পরিষদের সংগঠক শান্তুনু মিত্র, উদীচী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক পার্থ প্রতীম মহাজন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ১৮, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।