ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচনে হেরে জয়ী প্রার্থীকে হত্যার হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুন ১৮, ২০২২
নির্বাচনে হেরে জয়ী প্রার্থীকে হত্যার হুমকি

চট্টগ্রাম: বাঁশখালীতে এক ইউপি সদস্যকে খুন করে লাশ গুম করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার ছনুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

 

শনিবার (১৮ জুন) এ ঘটনায় বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হুমকির শিকার ওই ইউপি সদস্য।

ভুক্তভোগী ইউপি সদস্যের নাম নুরুল আলম (৬২)।

তিনি ছনুয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য। গত ১৫ জুন ছনুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে টিউবওয়েল প্রতীক নিয়ে বিজয়ী হন তিনি।

অন্যদিকে অভিযুক্ত হাবিব উল্লাহ (৪০) ছিলেন ফুটবল প্রতীকের প্রতিদ্বন্দ্বী। এর বাইরেও আরও তিন জনের নামে অভিযোগ করেছেন নুরুল আলম। তারা হলেন হাবিব উল্লাহর ভাই আজিজুর রহমান (৩৫), মৃত একরামুল হকের ছেলে নাছির উদ্দীন (৪৫) ও মোজাফফর আহমদের ছেলে কামাল উদ্দিন (৫০)। তারা সবাই ছনুয়া গ্রামের বাসিন্দা।

অভিযোগপত্রে ইউপি সদস্য নুরুল আলম উল্লেখ করেন, হাবিব উল্লাহ দলীয় সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্বাচনের পূর্বে আচরণবিধি লঙ্ঘন করে আমাকে এবং আমার সমর্থকদের মারধরসহ খুনের হুমকি ধামকি প্রদান করতো। তিনি পরাজিত হওয়ার পর ঈর্ষান্বিত হয়ে আমি এবং আমার পরিবার পরিজনের ওপর ভয়ঙ্কর আক্রোশ পোষণ করছে। খুনের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় এবং আমার বাড়ির আশেপাশে প্রকাশ্য মহড়া দিচ্ছে। ’

অভিযোগ পত্রে আরও উল্লেখ করা হয়, ‘গত ১৭ জুন বিকেলে তারা আমার বাড়ির সামনে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা আমাকে মারধর করার জন্য তেড়ে আসে। আমি প্রাণ রক্ষার্থে বাড়িতে প্রবেশ করায় তারা আমাকে মারধর করতে পারেনি। কিন্তু তারা আমাকে মারতে না পেরে জনসম্মুখে আমার মানসম্মান ক্ষুণ্ণ করবে এবং যেখানে পাবে সেখানে খুন করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি ধমকি দিয়ে আসছে। ’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, ‘হুমকি ধামকির বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ’

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুন ১৮, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।