ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরে দুই বিদেশি নাবিকের মৃত্যু 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জুন ১৯, ২০২২
বন্দরে দুই বিদেশি নাবিকের মৃত্যু  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে নোঙর করা জাহাজের ভেতরে গ্যাসের বিষক্রিয়ায় দুই বিদেশি নাবিক মারা গেছেন।

শনিবার (১৮ জুন) হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

 

নিহতরা হলেন- জিষ্ণু রাজ (২৯), শেখর অখিল  (২৬)।  

সয়াবিন নিয়ে আসা ডেনমার্কের পতাকাবাহী জাহাজটির লোকাল এজেন্ট এমটিসিএল।

অসুস্থ নাবিকদের বোট পাঠিয়ে বেসরকারি ম্যাক্স হাসপাতালে নিয়ে আসে লোকাল এজেন্ট।

বন্দরের একজন কর্মকর্তা জানান, এমটি নর্ড ম্যাজিক জাহাজে তেলের খালি ট্যাংক দেখতে নামলে গ্যাস ইনহেলেশনের কারণে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয়। তারা অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জুন ১৯, ২০২২
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।