ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাঝ নদীতে মাঝির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জুন ১৯, ২০২২
মাঝ নদীতে মাঝির মৃত্যু ...

চট্টগ্রাম: বাঁশখালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনার আলী (২৪) নামে এক জেলের মৃত্যু হয়েছে। তিনি গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৪ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মৃত কাশেম আলীর ছেলে।

রোববার (১৯ জুন) সকালে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত দিনারের ৩ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে দিনার আলীসহ কয়েকজন বঙ্গোপসাগরে মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বজ্রপাতে দিনার আলী আহত হন। পরে কূলে নিয়ে আসতেই তার মৃত্যু হয়। দিনার আলী ট্রলার চালাচ্ছিলেন। এ ঘটনায় সঙ্গে থাকা অন্যরা আহত হননি। পরে ঘটনাস্থল থেকে অন্যরা দিনারকে বাড়িতে নিয়ে আসেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, বাঁশখালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনার আলী (২৪) নামে এক জেলের মৃত্যু খবর শুনেছি।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ১৯, ২০২২
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।