ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষার মানোন্নয়নে গবেষণা কার্যক্রম বৃদ্ধির বিকল্প নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জুন ১৯, ২০২২
শিক্ষার মানোন্নয়নে গবেষণা কার্যক্রম বৃদ্ধির বিকল্প নেই সিআইইউতে ১৯তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী

চট্টগ্রাম: শিক্ষার মানোন্নয়নে গবেষণা কার্যক্রম বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।  

রোববার (১৯ জুন) দুপুরে সিআইইউতে অনুষ্ঠিত ১৯তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

 

উপাচার্য বলেন, টেকসই উন্নয়নে চাই গুণগত শিক্ষা। আর গুণগত শিক্ষা ছড়িতে দিতে হলে অনেক বেশি রিসার্চ বা গবেষণা সেল গঠনের দিকে মনোযোগ বাড়াতে হবে।

 

নিত্যনতুন পরিকল্পনা ও সময়োপযোগী উদ্যোগ শিক্ষায় নতুন ধারণা সৃষ্টি করে বলেও উল্লেখ করেন তিনি।  

সিআইইউর রেজিস্ট্রার আনজুমান বানু লিমার পরিচালনায় সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সৈয়দ মাহমুদুল হক এবং লুৎফে এম আইয়ুব। সভায় সিআইইউর চার স্কুলের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রকসহ জ্যেষ্ঠ শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুন ১৯, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।