ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড়ধস

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জুন ১৯, ২০২২
টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড়ধস ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কাটা পাহাড় সড়কের কিছু অংশে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সড়কেও কিছু জায়গায় পাহাড় ধসে পড়েছে।

রোববার (১৯ জুন) সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে। পাহাড়ধসের ঘটনায় নিরাপত্তার স্বার্থে চবির কাটা পাহাড় সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বাংলানিউজকে বলেন, আমরা এখন পর্যন্ত দুই জায়গায় পাহাড়ধসের খবর পেয়েছি৷ টানা বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে নিচে পড়ছে। আগামীকাল সতর্কতামূলক মাইকিং করা হবে৷ বিশ্ববিদ্যালয়ের কলোনিগুলো বেশিরভাগ পাহাড়ের পাশে অবস্থিত। সেদিকে লক্ষ্য রেখে সবাইকে সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ১৯ জুন, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।