ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাসপাতালে ওষুধ নিয়ে পালানোর সময় পুলিশের হাতে ধরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জুন ২২, ২০২২
হাসপাতালে ওষুধ নিয়ে পালানোর সময় পুলিশের হাতে ধরা চমেক হাসপাতাল।

চট্টগ্রাম: ওষুধ নিয়ে পালানোর সময় গোলাম রসূল (৫৯) নামে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুন) রাতে আটক করা হলেও বুধবার (২২ জুন) তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

গ্রেফতার গোলাম রসুল চমেক হাসপাতালের একটি অপারেশন থিয়েটারে কাজ করেন। তিনি আগে থেকেই ওষুধ চুরির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

নুরুল আলম আশেক বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কর্মচারীকে ওষুধসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তার সঙ্গে সরকারি ওষুধের পাশাপাশি রোগীর কিনে আনা ওষুধও পাওয়া যায়। তাকে আগে থেকেই সন্দেহ ছিল।

এর আগে ওষুধ চুরি চক্রের বিষয়ে একটি মামলা হয়েছিল। সেই মামলায় গোলাম রসুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘন্টা, জুন ২২, ২০২২
 এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।