ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

টানা বৃষ্টিতে চট্টগ্রামের সড়কে খানা-খন্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জুন ২২, ২০২২
টানা বৃষ্টিতে চট্টগ্রামের সড়কে খানা-খন্দ টানা বৃষ্টিতে চট্টগ্রামের সড়কে তৈরি হয়েছে খানাখন্দ। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: কয়েকদিনের টানা বৃষ্টিতে নগরের প্রধান সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট বড় খানা-খন্দ সৃষ্টি হওয়ায় বিপাকে পড়ছেন গাড়িচালকেরা।

সেই সঙ্গে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরাও।

তারা বলছেন, টানা বৃষ্টির কারণে নগরের বিভিন্ন সড়কে পানি জমে যায়।

ফলে ছোট-বড় খানা-খন্দ তৈরি হয়েছে। যার কারণে গাড়ি চালানো দায় হয়ে পড়েছে।  

বুধবার (২২ জুন) সরেজমিন দেখা যায়, নগরের অক্সিজেন, বহদ্দারহাট, দুই নম্বর গেট, মুরাদপুর, চকবাজার, প্রবর্তক, গোলপাহাড়, নিউমার্কেট, দেওয়ানহাট, টাইগারপাস ও আগ্রাবাদ এলাকায় অনেক ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। ভেঙেও গেছে রাস্তার বেশ কিছু অংশ। এতে গাড়ি চালাতে হিমশিম খাচ্ছেন চালকেরা। ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তৈরি হচ্ছে যানজট। এছাড়া অনেক চালক আচমকা ব্রেক কষতে গিয়ে ‍ঘটাচ্ছেন দুর্ঘটনা।

নগরের বহদ্দারহাট এলাকার টেম্পুচালক আব্দুল হামিদ বাংলানিউজকে বলেন, কয়েকদিন বৃষ্টির কারণে গাড়ি চালাতে পারিনি। রাস্তা পুরোটা ডুবে ছিল। এখন পানি সরে গিয়ে ছোট ছোট গর্ত হয়ে গেছে। এসবের কারণে কখন গাড়ি উল্টে যায় ঠিক নেই! এছাড়া ঝাঁকুনির কারণে গাড়িও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রিকশাচালক আব্দুর রহিম বলেন, গর্তের কারণে রিকশা চালাতে কষ্ট হচ্ছে। অনেক সময় রিকশা উল্টে যাওয়ার উপক্রম হয়।  

একই কথা জানালেন অফিসগামী রাশেদ মিয়াও। তিনি বলেন, এসব খানা-খন্দের কারণে রিকশা খুব রিস্কি হয়ে গেছে। আর অন্যান্য গাড়িও তো সমস্যায় পড়ছে। জ্যাম হচ্ছে। কীভাবে এসড়কের এসব খানা-খন্দ দ্রুত সময়ের মধ্যে ঠিক করা যায় সে বিষয়ে ভাবতে হবে কর্তৃপক্ষকে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ২২, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।