ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ট্রাকে অতিরিক্ত বাঁশ নিয়ে ছিঁড়লো বিদ্যুতের তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, জুন ২৬, ২০২২
ট্রাকে অতিরিক্ত বাঁশ নিয়ে ছিঁড়লো বিদ্যুতের তার ...

চট্টগ্রাম: অতিরিক্ত বাঁশ নিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় বিদ্যুতের তার ছিঁড়ে প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল হাটহাজারীর বেশ কিছু এলাকা। এ ঘটনায় ট্রাক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৫ জুন) দিবাগত রাতে বাঁশ বহনকালে এ ঘটনা ঘটে। বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় হাটহাজারী পৌরসভার কিছু এলাকায় বৈদ্যুতিক গোলযোগ দেখা যায়।

রোববার (২৬ জুন) রাতে ওই ট্রাকের মালিককে অর্থদণ্ড দেওয়া হয়।

হাটহাজারী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৩ ধারায় সংঘটিত অপরাধে এ দণ্ড দেওয়া হয়েছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, অতিরিক্ত বাঁশ পরিবহনকালে বিদ্যুতের তার ছিঁড়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় ট্রাক মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ঘণ্টা, জুন ২৬, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।