ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় হাতির আক্রমণে কৃষকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুলাই ২, ২০২২
রাঙ্গুনিয়ায় হাতির আক্রমণে কৃষকের মৃত্যু  ...

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে আব্দুল আজিজ (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১ জুন) দিবাগত রাতে পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

শনিবার (২ জুন) সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত আব্দুল আজিজ ওই এলাকার মৃত গুনু মিয়ার ছেলে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল্লাহ বাংলানিউজকে বলেন, জমি বর্গা নিয়ে বিভিন্ন সবজি চাষ করতেন আব্দুল আজিজ। রাতে সবজি ক্ষেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হন। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা,  জুলাই ০২, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।