ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্যার্তদের কথা ভেবে ভর্তি আবেদনের সময় বাড়ালো চবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জুলাই ৩, ২০২২
বন্যার্তদের কথা ভেবে ভর্তি আবেদনের সময় বাড়ালো চবি ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: বন্যা কবলিত এলাকার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার আবেদনের সময় ৫ দিন বাড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।  

রোববার (৩ জুলাই) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ভর্তি পরীক্ষা কোর কমিটির ৫ম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার (৩ জুলাই) রাতেই শেষ হওয়ার কথা আবেদনের সময়।

৫ দিন বাড়ানোয় আগামী ৮ জুলাই রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এছাড়া আগামী ১৬ আগস্ট `এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২২
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।