ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
নগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রাম: নগরের মেহেদীবাগে আলেয়া বেগম (৫২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় গোফরান উদ্দীন চৌধুরীর স্ত্রী।

শনিবার (৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। আলেয়ার স্বামীকে আটক করেছে পুলিশ।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, আলেয়া বেগমকে দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। স্বামী গোফরান উদ্দীন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।