ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির ভর্তি পরীক্ষায় গতবারের চেয়ে আবেদন কমেছে ২৫ হাজার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
চবির ভর্তি পরীক্ষায় গতবারের চেয়ে আবেদন কমেছে ২৫ হাজার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার আবেদন গতবারের তুলনায় প্রায় ১৪ শতাংশ কমেছে।

এবার ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে সর্বমোট আবেদন করেছেন ১ লাখ ৫৯ হাজার ১০৪ জন শিক্ষার্থী।

যেখানে ২০২০-২১ শিক্ষাবর্ষে রেকর্ড সংখ্যক ১ লাখ ৮৩ হাজার ৮৬১ জন শিক্ষার্থী আবেদন করেন। ফলে ২৪ হাজার ৭৫৭ আবেদন কমেছে।
 

শুক্রবার (০৮ জুলাই) রাত ১২টায় শেষ হয় এবারের ভর্তি পরীক্ষার আবেদনের সময়। এ বছর প্রতি আসনের বিপরীতে গড়ে ৩২ জন ভর্তিচ্ছু প্রতিযোগিতা করবেন।  

‘এ’ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৭ হাজার ৯৫১ শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৮ জন ভর্তিচ্ছু।

‘বি’ ইউনিটে ১ হাজার ২২১ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৯ হাজার ৩৭৫ জন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ৩২ জন।

‘সি’ ইউনিটে ৪৪১টি আসনের বিপরীতে আবেদন করছেন ১১ হাজার ৬৫৭ জন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৬ জন।

‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন ৩৭ জন।

এছাড়া ‘বি-১’ উপ-ইউনিটে ১২৫ আসনের বিপরীতে আবেদন করছেন ৩ হাজার ৪৯৬ জন। প্রতি আসনের বিপরীতে ২৮ জন।

‘ডি-১’ উপ-ইউনিটে ৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩ হাজার ৮৫০ জন। প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ১২৮ জন।

এছাড়া প্রতিটি ইউনিটের পরীক্ষার ১৫ দিন আগে থেকে পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০২২
এমএ/টিসি/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।