ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার ৫ নম্বর ব্রীজের নিচে খেলা করার সময় খালের পানিতে ডুবে  ২ শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

 

মৃত শিশুরা হলেন, নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিকের লিজার কলোনীর মো. মনির হোসেনের ছেলে মো. শামিম (১০) ও একই কলোনির মো. আয়ুব আলীর ছেলে রবিউল ইসলাম (৭)।

পাঁচলাইশ থানার পরিদর্শক (,তদন্ত) সাদেকুর রহমান জানান, পিতা ও মাতার অগোচরেই শিশু দুইটি খেলা করার সময় দুর্ঘটনাবশত খালের পানিতে পড়ে যায়।

সেখান থেকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।