ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘কর্নেল তাহের হত‍্যার স্বরূপ জাতির সামনে তুলে ধরা সময়ের দাবি’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
‘কর্নেল তাহের হত‍্যার স্বরূপ জাতির সামনে তুলে ধরা সময়ের দাবি’ বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।

চট্টগ্রাম: মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহের বীরউত্তমের মৃত্যু তথা ফাঁসি দিবস পালন করেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম- বৃহত্তর চট্টগ্রাম।  

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে নগরের লালদীঘি পাড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।  

আলোচনায় অংশ নেন আবদুল মালেক খান, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, মোহাম্মদ কামাল উদ্দিন, ডা. ফজলুল হক সিদ্দিকী, রাজীব চন্দ, নবী হোসেন সালাউদ্দিন, মোস্তাফিজ বিপ্লব, সোহেল ইকবাল, দীপন দাশ, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, ইমরান হোসেন, এম এ খালেক, আশরাফুল ইসলাম খান, এসএম রাফি, প্রদীপ দাশ, মো. জিয়াউদ্দিন প্রমুখ।

 

বক্তারা বলেন, ১৯৭৬ সালের এ দিনে জেনারেল জিয়াউর রহমান তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এবং পাকিস্তানি আইএসআই’র ব্লু-প্রিন্ট অনুযায়ী সামরিক আদালতে প্রহসনের বিচারের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের বীরউত্তমসহ শতশত বীর মুক্তিযোদ্ধা সেনা অফিসার ও সৈনিকদের হত্যা করে। এই হত‍্যাকাণ্ডের স্বরূপ জাতির সামনে উন্মোচন আজ সময়ের দাবি।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।