ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অনুরূপ দাশের প্রদর্শনী ‘উত্তরের শুভ্রতা’ শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
অনুরূপ দাশের প্রদর্শনী ‘উত্তরের শুভ্রতা’ শুরু অতিথিদের নিজের তোলা ছবি সম্পর্কে বলছেন অনুরূপ কান্তি দাশ। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: প্রবাসী আলোকচিত্রশিল্পী অনুরূপ কান্তি দাশের তোলা ‘উত্তরের শুভ্রতা’ শীর্ষক তিন দিনের প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন।

আবুল মোমেন বলেন, উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত ফিনল্যান্ডের প্রকৃতির রং ও রূপ শৈল্পিক আবহে অনুরূপ কান্তি দাশ তার ছবিতে তুলে এনেছেন। গ্রীষ্মপ্রধান দেশের বাসিন্দা হয়ে সে শীতপ্রধান ফিনল্যান্ডের প্রকৃতির একটি দিক অনন্যভাবে দেখিয়েছেন ছবিগুলোতে।

তার ছবিগুলোতে আমরা রঙের বাহারসহ শিল্পের বৈচিত্র্য দেখতে পাই। এটাই তার মুনশিয়ানা।

তিনি বলেন, তুষারকে মুখ্য করে তোলা তার ছবিতে বৈচিত্র্যের পৃথিবীকেই তুলে ধরার চেষ্টা করেছেন। ফিনল্যান্ডের জীবনের আরও অনেক দিক রয়েছে। সেখানে শীতের সময়টা বেশি, কিন্তু গ্রীষ্মের সময় কম। শিল্পী অনুরূপ ভবিষ্যতে উত্তর মেরুর কাছাকাছি দেশটির অন্যান্য দিকও তুলে আনবেন। এর মধ্য দিয়ে আশপাশের দেশসহ বৈচিত্র্যময় পৃথিবীর সন্ধান আমাদের সে দেবে।  

এসব কাজের মাধ্যমে ফটোগ্রাফির শৈল্পিক ব্যঞ্জনার তাগিদ আলাকচিত্রী অনুরূপের মধ্যে আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি।

আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পী জাহাঙ্গীর আলম, অনুরূপ কান্তি দাশ এবং প্রদর্শনীর সহযোগিতাকারী ফিনল্যান্ডের একমাত্র বাংলা নিউজপোর্টাল ‘সংবাদ২১ডটকম’ এর পক্ষে নুর নবী।

সাংবাদিক আবুল মোমেন প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় কবি ওমর কায়সার, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি সাংবাদিক জসিম চৌধুরী সবুজ, জ্যেষ্ঠ আলোকচিত্রশিল্পী মউদুদুল আলম, সরোজ বড়ুয়া, শিল্পী অনুরূপের বাবা অজিত দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।     

প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা। উদ্বোধনী দিনে খ্যাতিমান চিত্র পরিচালক তানভীর মোকাম্মেলসহ চট্টগ্রামের শিল্প-সাহিত্য এবং সংস্কৃতি অঙ্গনের বিপুল সংখ্যক ব্যক্তি প্রদর্শনী পরিদর্শন করেন।  

ফিনল্যান্ডকে বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে সুখী দেশ। তিন নর্ডিক প্রতিবেশী-নরওয়ে, ডেনমার্ক ও আইসল্যান্ডের পাশের দেশ ফিনল্যান্ডে বাংলাদেশের বিশেষত চট্টগ্রামের ফটো সাংবাদিক অনুরূপ কান্তি দাশ বছর পাঁচেক আগে থিতু হয়েছেন জীবন-জীবিকার তাগিদে। জীবন তাকে জীবিকা পাল্টে দিলেও শিল্পের প্রতি তার অনুরাগ একটুকুও দমাতে পারেনি।

দেড় দশকেরও বেশি সময় ধরে পেশাগতভাবে আলোকচিত্রকলার সঙ্গে যুক্ত থাকা অনুরূপ জীবিকার প্রয়োজনে প্রবাসে গিয়েও ছাড়তে পারেননি তার নেশা। ষড়ঋতুর দেশ ছেড়ে নতুন দেশের প্রকৃতির রূপ-রস তাকে আলোড়িত করেছে সমভাবে। অনুপ্রাণিত করেছে নতুন করে ল্যান্সে চোখ রাখতে। উত্তরের দেশ ফিনল্যান্ডের তীব্র শীত আর শুভ্র প্রকৃতি অনুরূপ তার ক্যামেরার মাধ্যমে তুলে এনেছেন শৈল্পিক আবহে।

বছর পাঁচেকের বিরতিতে স্বদেশের প্রিয় শহরে ফিরে এসে সে শুভ্র প্রকৃতির ছবিগুলো ভাগ করে নিতে চাইছেন তার জন্ম শহরের মানুষগুলোর সঙ্গে। অনুরূপ ছবি তোলার ক্ষেত্রে তার শৈল্পিক আবেগকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। শুধু পেশাগত জীবন নয়, নিজের জীবনবোধের মধ্যেই তার এ শিল্প মিশে আছে।

প্রথমবারের মতো আয়োজিত এ প্রদর্শনীতে স্থান পেয়েছে ২৪টি ছবি।

প্রদর্শনীর বিষয়ে শিল্পী অনুরূপ কান্তি দাশ বলেন, হেলসিঙ্কিতে শীতের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। তুষার প্রকৃতি, বাসস্থান, রাস্তা এমনকি সমুদ্রসহ সবকিছুই ঢেকে দেয়। ঋতু পরিবর্তনের ধারায় ফিনল্যান্ডের সৌন্দর্যের বিভিন্ন দিক ধরা দেয়। প্রবাস জীবনে গিয়ে পেশা বদল হলেও ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে গিয়ে ক্যামেরার নেশা কাটাতে পারিনি। সেখানকার শীতের বিভিন্ন দিকে ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছি। ভবিষ্যতে প্রবাসের ঋতু ও জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক ধারণ করে সবার সঙ্গে ভাগ করে  নেওয়ার চেষ্টা করব।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।