ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম কাস্টমসের নতুন কমিশনার ফাইজুর রহমান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
চট্টগ্রাম কাস্টমসের নতুন কমিশনার ফাইজুর রহমান ...

চট্টগ্রাম: চট্টগ্রাম কাস্টমসের নতুন কমিশনার হিসেবে যোগ দিচ্ছেন ফাইজুর রহমান। তিনি বর্তমানে ঢাকার কাস্টমস কমিশনার পদে কর্মরত।

বৃহস্পতিবার (২১ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মেজবাউল সাবেরিন স্বাক্ষরিত আদেশে চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলমকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।

এছাড়া ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেনকে সিলেটের ভ্যাট কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম ভ্যাটের নতুন কমিশনার পদে কাস্টমস, এক্সাইজ ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিমের কমিশনার সৈয়দ মুসফিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুলাই ২২, ২০২২ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।