ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি শিক্ষক হলেন বেরোবির সিন্ডিকেট সদস্য

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
চবি শিক্ষক হলেন বেরোবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক সিরাজ উদ-দৌল্লাহ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সিরাজ উদ-দৌল্লাহ।

মঙ্গলবার (২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন ২০০৯ এর ২১ (১) (ঝ) ও ২১ (২) অনুসারে দুইজন বিশিষ্ট শিক্ষাবিদকে এ বিশ্ববিদ্যালয়ের দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য মনোনয়ন দেওয়া হলো।  

রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত দুই সিন্ডিকেট সদস্য হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ এবং ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এমএ/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।