ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়খেকোদের পেটে সলিমপুরের ৩০ শতাংশ পাহাড়

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
পাহাড়খেকোদের পেটে সলিমপুরের ৩০ শতাংশ পাহাড়

চট্টগ্রাম: পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম বলেছেন, জঙ্গল সলিমপুর এলাকা অনেকবেশি ঝুঁকিপূর্ণ এলাকা। ২০১০ এবং ২০২২ এর তথ্য মতে ৩০ শতাংশ পাহাড় কেটে ফেলেছে পাহাড়খেকোরা।

 

মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে জঙ্গল ছলিমপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  

তিনি বলেন, পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে পাহাড় কাটার বিরুদ্ধে অনেক পরিকল্পনা গ্রহণ করেছি।

এ পর্যন্ত সলিমপুরে পাহাড় কাটার কারণে চারটি মামলা দায়ের করা হয়েছে। ২০২০ সালে অভিযান পরিচালনা করে ১৫০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। এরপর ২০২২ সালে অভিযান পরিচালনা করে ৩৫০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। পাহাড় কাটা বন্ধ করে পরিবেশ রক্ষা করতে হবে। আমাদের এ অভিযান চলমান থাকবে।  

প্রসঙ্গত, মঙ্গলবার জঙ্গল সলিমপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে নামে জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।