ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষানুরাগী এম এ তাহেরের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, আগস্ট ৫, ২০২২
শিক্ষানুরাগী এম এ তাহেরের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক ...

চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের শিক্ষানুরাগী, পূর্ব কোদালা এম এ তাহের উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের আজীবন দাতা এম এ তাহের (৬৩) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার (৫ আগস্ট) সকাল ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও দুই মেয়েসহ অনেক আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

সমাজহিতৈষি এম এ তাহেরের মৃত্যুর সংবাদে শোকাহত তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত এম এ তাহের। শিক্ষা ও সামাজিক কাজে তাঁর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।