ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
চন্দনাইশে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন ...

চট্টগ্রাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চন্দনাইশে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ কর্মসূচি ও কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়েছে।  

শুক্রবার (৫ আগস্ট) বেলা ১১টায় চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাছরীন আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী।  

বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী, পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।