চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু করা হয়েছে।
রোববার (৭ আগস্ট) বিকেল ২টা ২৫ মিনিট থেকে ৩টা ৪৫ পর্যন্ত প্লেন ওঠানামা বন্ধ ছিল।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বাংলাদেশি বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ প্লেন অবতরণের পর পার্কিংয়ে নেওয়ার সময় চাকায় সমস্যা দেখা দেয়।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২২
এআর/টিসি