ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

উৎসবের রঙে বর্ণিল ইডিইউ’র শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
উৎসবের রঙে বর্ণিল ইডিইউ’র শিক্ষার্থীরা

চট্টগ্রাম: বিশ্বের বিভিন্ন উৎসব ও এসব জাতির সংস্কৃতির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) আয়োজন করা হয়েছে মেরাকি-১১। ইডিইউর এক্সেস অ্যাকাডেমি তাদের এবারের কোর্সওয়ার্কে গ্লোবাল ফেস্টিভাল থিম হিসেবে এই মেরাকি-১১ আয়োজন করে।

এতে শিক্ষার্থীরা ২৬টি দলে ভাগ হয়ে অংশ নেয় এবং প্রতিটি দল ভিন্ন ভিন্ন উৎসবের প্রতিনিধিত্ব করে।  

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে ইডিইউ এর ক্যাম্পাসে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

যা শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।

এতে প্রদর্শিত উৎসবগুলো হলো শ্রীলংকার ইসালা পেরাহেরা, যুক্তরাষ্ট্রের মার্ডিগ্রা, হ্যালুয়িন ও অ্যালবাকার্কি বেলুন ফেস্টিভাল, ফ্রান্সের কানস ফিল্ম ফেস্টিভাল ও মেন্টন লেমন, মেক্সিকোর ডে অফ দ্য ডেড, স্কটল্যান্ডের আপ হেলিয়া, বাহামার জুঙ্কানু, ইতালির সেইন্ট লুসিয়া ও কার্নিভাল অব ভেনিস, চীনের নববর্ষ উৎসব ও হারবিন আইস ফেস্টিভাল, জাপানের হিনামাৎসুরি, জার্মানির অক্টোবর ফেস্ট, রাশিয়ার হোয়াইট নাইটস, নিউজিল্যান্ডের ওয়াইতাংগি ডে, পেরুর ইনতি রাইমি, অস্ট্রিয়ার ফ্লাস্টার স্পেকটিকাল, থাইল্যান্ডের ইপ্যাং ল্যান্টার্ন ফ্যাস্টিভাল, হংকংয়ের ড্রাগন প্যারেড, স্পেনের সেইন্ট ফার্মিন বুল ফেস্টিভাল, গ্রিসের অগাস্ট মুন ফেস্টিভাল, ব্রাজিলের রিও কার্নিভাল, ভারতের পুষ্কার ক্যামেল ফেস্টিভাল এবং মরক্কোর ফেস্টিভাল অব রোজেজ। শিক্ষার্থীরা এসব উৎসবের ঐতিহ্যবাহী নাচ-গানসহ বিভিন্ন  সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিবেশন করেন।

প্রেজেন্টেশন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে শ্রীলংকার ইসালা পেরাহেরা, রানার আপ হয়েছে চীনের নববর্ষ উৎসবের দল, ফেস্টিভাল রিপ্রেজেন্টেশনের বিজয়ী হয়েছে পেরুর ইনতি রাইমি, রানার আপ হয়েছে জার্মানির অক্টোবর ফেস্ট, কালচারাল পারফর্মেন্সে বিজয়ী হয়েছে ব্রাজিলের রিও কার্নিভাল এবং রানার আপ হয়েছে মেক্সিকোর ডে অফ দ্য ডেড।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, বিশ্বকে ধারণ করে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। তাই ইডিইউ শিক্ষার্থীদের বিশ্বসংস্কৃতির সঙ্গে পরিচিত করে তোলার পাশাপাশি নিয়ে যাচ্ছে বিশ্বমঞ্চেও। শিক্ষার্থীদের বিদেশে নিয়ে গিয়ে সেখানকার বিভিন্ন বড় ও নামী প্রতিষ্ঠানগুলো কিভাবে পরিচালিত হয়, সে অভিজ্ঞতা প্রত্যক্ষভাবে অর্জনের সুযোগ করে দিতে ইডিইউতে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল গ্লোবাল লিডারশিপ এক্সপেরিয়েন্স প্রোগ্রাম।

এসময় উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান বলেন, বিশ্ব নাগরিক হয়ে ওঠার দর্শনই এ আয়োজনের সারকথা। শিক্ষার্থীরা বিশ্বকে ধারণ করতে শিখছে, হয়ে উঠছে আন্তর্জাতিক। এর ফলে সেসব দেশে গেলে কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলে সেসব নাগরিকদের সঙ্গে নিজেকে আরো পরিশীলিতভাবে মেলে ধরতে পারবে।

এতে আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সামস উদ-দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়াসহ স্কুলসমূহের ডিন, ফ্যাকাল্টি মেম্বার, অ্যাক্সেস অ্যাকাডেমির ইনস্ট্রাকটর ও কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।