ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি-জামাত চক্র দেশে নৈরাজ্য চালাচ্ছে: এম এ লতিফ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২২
বিএনপি-জামাত চক্র দেশে নৈরাজ্য চালাচ্ছে: এম এ লতিফ 

চট্টগ্রাম: দেশে বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে গণবিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে  চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফের উদ্যোগে এ গণবিক্ষোভের আয়োজন করা হয়।

মিছিলটি আগ্রাবাদ এক্সেস রোড, বাদামতলী-চৌমুহনী মোড়, পাঠানটুলি রোড প্রদক্ষিণ করে কদমতলী মোড়ে এসে শেষ হয়।  

পরে সংক্ষিপ্ত সমাবেশে এম এ লতিফ বলেন, গণতন্ত্রের কথা বলে নৈরাজ্য ও ধ্বংসলীলা চালিয়ে বিএনপি-জামায়ত চক্র দেশকে অস্থিতিশীল করছে।

মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামীলীগের বিরুদ্ধে এই চক্রের ধারাবাহিক ষড়যন্ত্র শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও গণতন্ত্র নস্যাৎ করতে পারবে না। আমরা বঙ্গবন্ধুর আর্দশের সৈনিকরা তাদের এই ষড়যন্ত্র রাজপথে রুখে দিবো।  

গণবিক্ষোভের শুরুতে চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম  রেজাউল করিম চৌধুরীর উপস্থিত ছিলেন। গণমিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ সভাপতি ছালেহ আহম্মেদ চৌধুরী, ৪০ নম্বর ওয়ার্ড  কাউন্সিলর  আব্দুল বারেক, ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন, ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জানে আলম, ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ,  আওয়ামী লীগ সভাপতি আজিজ মোল্লা, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী বক্স, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আতাউল্লাহ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহম্মদ, ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আসলাম, ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী আকবর,  সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু, লবণ শ্রমিকলীগের সভাপতি আবদুল মতিন মাষ্টার সহ-সভাপতি ফারুক মোল্লা প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।