ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সড়ক দুর্ঘটনায় চবি শিক্ষকের মৃত্যুতে উপাচার্যের শোক 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২২
সড়ক দুর্ঘটনায় চবি শিক্ষকের মৃত্যুতে উপাচার্যের শোক 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফতাব হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।  

শনিবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক শোক বিবৃতিতে চবি উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোক বাণীতে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, চবি শিক্ষক ড. আফতাব হোসেন ছিলেন অত্যন্ত মেধাবী, বিনয়ী এবং সদা হাস্যোজ্জ্বল একজন শিক্ষক। এমন একজন শিক্ষকের অকাল মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার একজন সম্ভাবনময় তরুণ শিক্ষককে হারালো।

আমরা প্রার্থনা করি ড. আফতাব হোসেনের মৃত্যশোক যাতে তাঁর পরিবার-পরিজন কাটিয়ে উঠতে সক্ষম হন।  

এর আগে শুক্রবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতে মাইক্রোবাস চাপায় প্রাণ হারান বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফতাব হোসেন। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে মসজিদের পাশেই আফতাব হোসেনকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২২
এমএ/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।