ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বায়েজিদ লিংক রোডে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
বায়েজিদ লিংক রোডে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ  বায়েজিদ লিংক রোডে উচ্ছেদ অভিযান।

চট্টগ্রাম: নগরের বায়েজিদ লিংক রোডের দুই পাশের ফুটপাত ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্যাস লাইনের ওপর নির্মিত অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিডিএ, পরিবেশ অধিদফতর, সিটি করপোরেশন ও কেজিডিসিএল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বাংলানিউজকে বলেন, লিংক রোডের ফুটপাত ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উচ্চ মাত্রার গ্যাস পাইপলাইনের ওপর নির্মাণ করা শতাধিক স্থাপনা অপসারণ করা হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।