ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পূরবী পরিবহনের দুই বাসের সংঘর্ষ, আহত ৬ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
পূরবী পরিবহনের দুই বাসের সংঘর্ষ, আহত ৬  ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলায় বৃষ্টিতে চাকা পিছলে পূরবী পরিবহনের দুই বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হয়েছেন।

তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৯ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠার দোকান এলাকায় এ দুর্ঘটনার ঘটে।

আহতদের মধ্যে কফিল উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- আহমদ কবির (৫০), দিদার (২৮), নাঈম (২৯), সেলি (২৮), গুরুতর ফাহিমা সুলতানা (২৫) এবং কফিল উদ্দিন (৩৫)।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহম্মদ বাংলানিউজকে বলেন, পূরবী পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।