ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাড়ে ৭ ফুট লম্বা অজগর উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
সাড়ে ৭ ফুট লম্বা অজগর উদ্ধার হাটহাজারীতে উদ্ধার হওয়া অজগর।

চট্টগ্রাম: হাটহাজারী থেকে সাড়ে ৭ ফুট লম্বা ও সাড়ে ৭ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সাপটি হাটহাজারীর পশ্চিমে গহিন জঙ্গলে অবমুক্ত করা হয়।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাটহাজারী উপজেলার পশ্চিম দেওয়ান নগর নয়ামিয়া সরদার বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।  

হাটহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বাংলানিউজকে বলেন, সকালের দিকে আমরা খবর পাই।

 দুপুর ১২ টার দিকে হাটহাজারী উপজেলার পশ্চিম দেওয়ান নগর নয়ামিয়া সরদার বাড়ি থেকে সাপটি উদ্ধার করি। পরে সাপটি গহিন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।