ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গান, কবিতা, নৃত্যে অটাম শিক্ষার্থীদের বরণ সিআইইউতে 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
গান, কবিতা, নৃত্যে অটাম শিক্ষার্থীদের বরণ সিআইইউতে  ...

চট্টগ্রাম: গান, কবিতা, নৃত্য আর কথামালার মধ্য দিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) বরণ করে নেওয়া হয়েছে অটাম ২০২২ সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে নগরের জামালখানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় অটাম সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠান।

এতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ছাড়াও নতুন ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকরা অংশ নেন। দু’পর্বে বিভক্ত অনুষ্ঠানের শুরুতেই ছিল আলোচনা সভা।
এতে সভাপতির বক্তব্যে সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনটা সত্যি নতুনদের জন্য ভীষণ আনন্দের এবং স্মরণীয়। ক্লাসরুমের বাইরে সৃষ্টিশীল নানান কর্মকাণ্ডে জড়িত হয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে- এমনটা প্রত্যাশা আমার।  

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ড. শাহ আহমেদ, ফ্যাকাল্টি অ্যাডভাইজার অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, স্কুল অব ল’র সহকারী ডিন ড. মোহাম্মদ বেলায়েত হোসেন প্রমুখ।  

অনুষ্ঠানে শিক্ষার্থীদের কাছে সিআইইউর অ্যাকাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমের পরিচিতি তুলে ধরেন রেজিস্ট্রার আনজুমান বানু লিমা। পরে ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থী ১০০ শতাংশ স্কলারশিপ অর্জনের সুযোগ পেয়েছেন মঞ্চে তাদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থাপনা করেন নওশিন শার্মিলী চৌধুরী। দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন প্রীতু, শৈলী, অন্তরা, অতন্দ্রিলা, সিয়াম, মালিহা, পুষ্পিতা, শ্রেয়া প্রমুখ। কালচারাল ক্লাবের আহ্বায়ক ড. রোবাকা শামসের সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয় করেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।