ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে উচ্চতর গবেষণা বিষয়ক কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে উচ্চতর গবেষণা বিষয়ক কর্মশালা ...

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সটার ফর এইচ আর ডি রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ও আইকিউএসির উদ্যাগে ‘রিসার্চ অ্যান্ড পাবলিকেশন এ টু জেড’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে এইচআরডি রিসার্চ অ্যান্ড পাবলিকশন বিভাগের পরিচালক ড. তালহা বিন ইমরান সভাপতিত্ব করেন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এএফএম আওরঙ্গজেব।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক মো. খালদ বিন চৌধুরী।  

উপাচার্য অধ্যাপক ড. এএফএম আওরঙ্গজব বলেন, একজন শিক্ষকের মানোনয়নের জন্য তাকে সবসময় গবেষণায় নিয়োজিত থাকতে হবে। পৃথিবীর উৎকর্ষ সাধনে এখন শিক্ষা, বিজ্ঞান, ধর্ম, রাজনীতিসহ বিভিন্ন বিষয়ের ওপর গবেষণা হচ্ছে। যার ফলে পৃথিবীর বিভিন্ন দেশে সেই গবেষণালব্ধ বিষয়কে গ্রহণ ও প্রয়োগ করে আজ অনেক বেশি এগিয়ে গেছে।

তিনি বলেন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ শিক্ষার মানোন্নয়নে ছাত্র-শিক্ষককে একসঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।  ইতোমধ্যে আমরা তার সুফলও পেয়েছি, আমাদের অনেক শিক্ষক এবং ছাত্র নিজেদের উচ্চতর গবষণায় নিয়োজিত রেখে বিভিন্ন উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। আশা করি তারই ধারাবাহিকতা বজাই রেখে অন্য শিক্ষকরাও নিজেদের অনেক বেশি গবষণায় নিয়াজিত রাখবেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা,  সেপ্টেম্বর ১৫, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।