ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সত্য অনুশীলনের মাধ্যমে সঙ্গীতের প্রকৃত গুরু হওয়া যায়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
সত্য অনুশীলনের মাধ্যমে সঙ্গীতের প্রকৃত গুরু হওয়া যায় ...

চট্টগ্রাম: সত্য অনুশীলনের মাধ্যমে প্রকৃত গুরু হওয়া যায় তার প্রমাণ দেশবরেণ্য তবলাগুরু পণ্ডিত বিজন কুমার চৌধুরী। বাংলাদেশ তথা উপমহাদেশে তাঁর সম্পর্কে সবাই জানেন।

এ রকম সঙ্গীতগুণী চট্টগ্রাম নয়, বাংলাদেশেও বিরল।  

আনন্দী সঙ্গীত একাডেমি আয়োজিত দেশবরেণ্য সঙ্গীতজ্ঞ পণ্ডিত বিজন কুমার চৌধুরীর স্মরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

একাডেমির সভাপতি বিশুতোষ তালুকদারের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তবলাশিল্পী সুরজিৎ সেন।  

অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমি কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক চট্টগ্রামের সহকারী উপ-পরিচালক দোলন দেব। বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু।  

আলোচনা শেষে তবলাগুরু সুরজিৎ সেনের পরিচালনায় দেশবরেণ্য তবলাগুরু পণ্ডিত বিজন কুমার চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠানে এিতালে বৃন্দ তবলা লহরা পরিবেশন করে সৌম্য চক্রবর্তী, তীর্থ বড়ুয়া, প্রান্ত দাশ, আদৃত  চৌধুরী।  

এরপরে মঞ্চে আসেন শিল্পী রোজী সেন, তিনি সেতারে ইমন রাগে খেয়াল পরিবেশ করেন। তবলায় ছিলেন সুশান্ত কর চৌধুরী। পুষ্পিতা বণিক মালকোশ রাগে খেয়াল পরিবেশনা করেন। তবলায় ছিলেন শিল্পী দেবু চক্রবর্তী, তানপুরায় সম্পদ বড়ুয়া।  

এরপরে মঞ্চে উড়িষী নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী প্রমা অবন্তী ও তার দল।  

শিল্পী সুমন নাথের পরিচালনায় ১৫ জনের অর্কেস্ট্রা টিমে উচ্ছ্বাস বড়ুয়া, পূজা বড়ুয়া, টিটু কুমার দাশ, শামীম হোসাইন, লিয়াকত হোসাইন, অজিত মজুমদার, জয়নাল আবেদীন, অনিন্দ্য বড়ুয়া, দীপংকর বড়ুয়া, সঞ্জিত রায়, ঊর্মি দেব, হৃদিতা দাশ, জয় প্রকাশ ভট্টাচার্য্য ও দেবাশীষ দাশ দেশ রাগে খেয়াল পরিবেশন করেন। ছিল সুরধ্বনি মিউজিক অর্কেস্ট্রা একাডেমি পরিবেশনাও। সঞ্চালনায় ছিলেন শিল্পী তূর্ণা বড়ুয়া ।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।