ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শেভরণে টেস্ট হয় মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্টে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
শেভরণে টেস্ট হয় মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্টে ...

চট্টগ্রাম: নগরের শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট দিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সময় হাতেনাতে প্রমাণ পেয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এ সময় আরও একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বাংলানিউজকে বলেন, শেভরণ কর্তৃপক্ষ মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট ব্যবহারের কথা অস্বীকার করলেও ল্যাবে পরীক্ষারত অবস্থায় দেখা যায় তারা টেস্ট করছে মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট দিয়ে।

তাই প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় শ্রেষ্ঠা মেডিসিন কর্নার নামে একটি ফার্মেসিকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় তিনি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা,  সেপ্টেম্বর ২২, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।